Photo Credits: ANI

পাটনা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha election 2023) বিহারে (Bihar) লড়াই (fight) করবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। এই বিষয়ের কথা প্রকাশ্যে আসতেই রবিবার জল্পনা শুরু হয়েছে বিহারের রাজ্যনীতিতে। ইতিমধ্যেই এই বিষয়ে বিরোধী জোটকে কটাক্ষ করতে শুরু করেছেন বিজেপি (BJP) নেতারা। নীতীশ কুমার খাল কেটে নিজের পুকুরে কুমির এনেছেন বলেও কটাক্ষ তাঁদের। এই পরিস্থিতি রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন জনতা দল ইউনাইটেডের নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (JD (U) leader & Bihar Chief Minister Nitish Kumar)। পাটনার (Patna) লোহিয়া পথ চক্র (Lohia Path Chakra) পরিদর্শনের সময় এই বিষয়ে মন্তব্য করেন তিনি।

এপ্রসঙ্গে তিনি বলেন, "মুম্বইয়ে (Mumbai) হতে চলা বিরোধী জোট ইন্ডিয়ার (opposition bloc I.N.D.I.A.) তৃতীয় বৈঠকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য নিজেদের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে (seat sharing formula) সিদ্ধান্ত নেওয়া হবে। পদ অর্জনের জন্য আমার কোনও ব্যক্তিগত উচ্চাকাঙ্খা (personal ambition) নেই। আমি শুধুমাত্র সমস্ত বিরোধী দলকে (all opposition parties) ঐক্যবদ্ধ (unite) করতে চাইছি। মুম্বইতে আরও কিছু দল আমাদের সঙ্গে যোগ দেবে বলে আশা করছি আমরা। কে কোন জায়গা থেকে লড়বে সেটাও বৈঠকে ঠিক হবে। মুম্বইয়ের বৈঠকে সমস্ত কিছু চূড়ান্ত (finalised) করা হবে।" আরও পড়ুন: