বিলাসপুর: মহাদেব বেটিং অ্যাপের (Mahadev app) মালিকদের হাওয়ালার টাকা ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে (Chhattisgarh Assembly Elections 2023) কংগ্রেস (Congress) খরচ করছে বলে অভিযোগ করছে বিজেপি (BJP)। ইতিমধ্যে এই বিষয়ে নাম জড়িয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলেরও (Chhattisgarh CM Bhupesh Baghel)। রবিবার বিলাসপুরে (Bilaspur) বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করতে গিয়ে এই প্রসঙ্গ উত্থাপন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam CM Himanta Biswa Sarma)। তীব্র আক্রমণ করলেন কংগ্রেস ও ভূপেশ বাঘেলকে।
এপ্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেন, "মা কামাখ্যা (Maa Kamakhya) মা পার্বতীর (Maa Parvati) একটি রূপ, সতী (Sati) এবং মা পার্বতী আবার 'মহাদেবের' স্ত্রী (wife)। আজ মা কামাখ্যা কাঁদছেন (crying) যখন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সম্পর্কে মহাদেবের নামে টাকা লুট (loot) করার খবর বেরিয়েছে। কেউ ভাবতেও পারে না মহাদেবের নাম ব্যবহার করে টাকা লুট করবে। আপনি 'জিন্টো' বা 'মিন্টো' যে কোনও নাম ব্যবহার করতে পারতেন। কিন্তু, আপনি মহাদেবের নাম ব্যবহার করে এক-দুটি নয়, ৫০৮ কোটি টাকা লুট করেছেন। মহাদেব বিষপান (Vishpaan) করেছিলেন। কিন্তু, আপনার তৈরি করা এই বিষ (poison) আপনি খেতে পারবেন না। আর এটাই হতে চলেছে রাজনীতি (politics) থেকে আপনার বিদায়ের (farewell) কারণ। ভূপেশ বাঘেল বলছেন, তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু, ৫০৮ কোটি টাকা লুটপাটের কারণে আপনি অবশ্যই সরকারের অতিথি (guest) হতে চলেছেন।" আরও পড়ুন: Uttar Pradesh: মেলেনি অ্যাম্বুলেন্স, রোগীকে নিয়ে ভ্যানে করে হাসপাতালের পথে যুবক
দেখুন ভিডিয়ো:
#WATCH | Bilaspur, Chhattisgarh: On Mahadev app case, Assam CM Himanta Biswa Sarma says, "Maa Kamakhya is a form of Maa Parvati, Sati... Maa Parvati is also the wife of 'Mahadev'. Today, Maa Kamakhya is crying when the news of the Chhattisgarh CM looting money in the name of… pic.twitter.com/nppSk1wWM3
— ANI (@ANI) November 5, 2023