Photo Credits: ANI

দিল্লি: বিজেপি (BJP) অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নামে কুৎসা ও অপপ্রচার করে তাঁর চরিত্র হননের চেষ্টা করছে বলে অভিযোগ করলেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা (AAP leader Raghav Chadha)। এই বিষয়ে তাঁরা নির্বাচন কমিশনের (Election Commission) কাছে অভিযোগ জানাবেন বলে সময় চেয়েছেন বলেও জানান।

এপ্রসঙ্গে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "একটি চিঠির মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে আমাদের সময় দেওয়ার জন্য অনুরোধ করেছি। আমাদের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করতে চায়। আমরা বলতে চাই কীভাবে বিজেপি আমাদের তারকা প্রচারক (star campaigner) এবং আপ-এর আহ্বায়ক (AAP Convener) অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে। তাঁর চরিত্র হননের (character assassination) চেষ্টা করেছে। অবমাননাকর (derogatory) এবং অপবাদমূলক (slanderous) প্রচার করা উচিত নয়।" আরও পড়ুন: Shivraj Singh Chauhan: কংগ্রেসের অভিযোগের জের, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ভোট প্রচার বন্ধ করল কমিশন

দেখুন ভিডিয়ো: