Police route march in Sambhal (Photo Credits: X)

সম্ভল, ২৯ নভেম্বরঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভলে জামা মসজিদ বনাম হরিহর মন্দির বিরোধের জেরে আদালতের নির্দেশে সমীক্ষা ঘিরে এলাকায় সৃষ্টি হওয়া সাম্প্রতিক অশান্তির পর আজ শুক্রবার মসজিদে জুমার নামাজ। তাই নতুন করে যাতে কোনরকম অশান্তি না ছড়ায় সেই লক্ষ্যে এদিন সকাল থেকে এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন রয়েছে। শুধু তাই নয় শাহী জামা মসজিদের (Shahi Jama Masjid) আশেপাশের এলাকায় রুট মার্চ (Police Route March) চালাচ্ছে পুলিশ। সম্ভলে মসজিদ বনাম মন্দির ঘিরে নতুন করে কোন অশান্তি চায় না প্রশাসন।

উত্তরপ্রদেশের সম্ভলে সাম্প্রতিক হিংসার ঘটনায় চারজন যুবকের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন বহু। জামা মসজিদ ঘিরে বিক্ষোভের মাঝে প্রাণহানির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে যোগী সরকার। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবেন্দ্র কুমার অরোরার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিকে তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অমিত মোহন প্রসাদ এবং প্রাক্তন আইপিএস অফিসার অরবিন্দ কুমার জৈন। দুই মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

শাহী জামা মসজিদে আজ জুমার নমাজ... 

অশান্তি এড়াতে পুলিশের রুট মার্চ... 

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের তরফে কমিটি গঠনের আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, জামা মসজিদ বনাম হরিহর মন্দির বিরোধে আদালতের নির্দেশে সমীক্ষা ঘিরে দিন কয়েক আগে যে অশান্তির ঘটনা ঘটেছিল তা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র নাকি স্বাভাবিক অপরাধমূলক বিক্ষোভের ঘটনা ছিল তা খতিয়ে দেখা দরকার।