ফাইল ফটো (Photo Credit: Instagram)

নয়াদিল্লি: আগামী ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ (Uttarpardesh) ও মহারাষ্ট্রে (Maharastra) ঝটিকা সফরে গিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি করবেন উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে (Lucknow)।

বুধবার সংবাদ সংস্থা টুইটার সূত্রে জানা গেছে, আগামী ১০ তারিখ উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টায় তিনি উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে উত্তরপ্রদেশ গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩ (UP Global Investors Summit 2023)-এর সূচনা করবেন তিনি। এরপর সেখান থেকে প্রধানমন্ত্রী চলে যাবেন মহারাষ্ট্রের মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (Chhatrapati Shivaji Maharaj Terminus) গিয়ে দুটি বন্দে ভারত ট্রেনের (Vande Bharat train) যাত্রার সূচনা করেন।