Narendra Modi iin Ranchi.(Photo Credits: ANI@X)

ঝাড়খণ্ড নির্বাচনের প্রচারে একেবারে শেষবেলায় কার্যত কোমর বেঁধে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা থেকে রোড শো, একদিনে নানাভাবে বারবার ঝাড়খণ্ডবাসীর মন জেতার, ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করলেন মোদী। গুমিয়ায় বড় নির্বাচনী সভা সেরে আজ, রবিবার সন্ধ্যায় রাজধানী রাঁচিতে বড় রোড শো করলেন মোদী। রাঁচিতে প্রায় ৩ কিলোমিটার পথ হুড খোলা গাড়িতে ঘুরে সাধারণ মানুষদের উদ্দেশ্যে হাত নাড়ালেন প্রধানমন্ত্রী। মোদীকে স্বচক্ষে দেখতে ভিড় জমালেন সাধারণ মানুষ। বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উতসাহ চোখে পড়ল।

রাজ্যের ৮১টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ-র ছাতায় বিজেপি লড়ছে ৬৮টি, এজেএসইউ ১০টি, জেডি (ইউ) ২টি ও এলজিপি ১টি আসনে।

আগামী বুধবার ঝাড়খণ্ডে দু দফা ভোটের প্রথম দফায় মোট ৪৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। এরপর দ্বিতীয় তথা শেষ তথায় ৩৮টি আসনে ভোটগ্রহণ হবে ২০ নভেম্বর। ভোট গণনা ২৩ নভেম্বর।

দেখুন রাঁচির রাস্তায় মোদীর রোড শো

রাজ্যের ইন্ডিয়া সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও কংগ্রেসের বিরুদ্ধে ঝাড়খণ্ডে নির্বাচনী সভায় বারবার তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। আদিবাসী কন্যা দ্রৌপদী মুর্মু-কে বারবার অপমান করে কংগ্রেস, এমন অভিযোগও করেছেন মোদী।

লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর হরিয়ানা বিধানসভা ভোটে দুরন্ত জয়ের পর এবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বনে জিততে মরিয়া মোদী। এ কথা সবারই জানা, টিডিপি, জেডি(ইউ)-দের মত 'অবিশ্বস্ত'শরীকদের নিয়ে কেন্দ্রে সরকার টিকিয়ে রাখতে হলে, আগামী কটা বিধানসভা নির্বাচনে জিততেই হবে বিজেপিকে।