হুগলিতে বিজেপি রবিবাসরীয় জনসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের বঙ্গসফরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন তিনি। এদিনের সফরে প্রথমে ব্যারাকপুর এবং পরে হুগলিতে যান তিনি। কিন্তু কোনও সভাতেই সন্দেশখালি নিয়ে ঝাঁঝালো আক্রমণ করলেন না প্রধানমন্ত্রী। সন্দেশখালি কাণ্ড নিয়ে সম্প্রতি দুটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তারপর থেকেই এই নিয়ে যতটা না বললে নয়, ততটা বক্তব্য রেখেই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন মোদী।

এদিন ব্যারাকপুরের সভা থেকে তিনি বলেন, "এখন ওরা অভিযুক্তদের বাঁচাতে নতুন খেলা খেলছে। গোটা দেশ সেটা দেখছে। ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য এরকম নোংরা খেলা খেলছে। কারণ ওখানকার তৃণমূল নেতা শেখ শাহজাহান। ওর বাড়ি থেকে বন্দুক, বোমা, অস্ত্র উদ্ধার হয়েছে। ভোটে জিততে হলে ওর সাহায্য তৃণমূলের দরকার।  তাই ওখানে তৃণমূলের গুন্ডারা মহিলাদের ভয় দেখিয়ে শাহজাহানকে বাঁচাতে চাইছে"।

এদিকে ব্যারাপুরের জনসভা সেরে হুগলিতে এসে সেভাবে আর সন্দেশখালি প্রসঙ্গ টানেননি প্রধানমন্ত্রী। বরং তিনি বলেন, "মোদী চায় প্রতি ঘরে জল আসুক, কিন্তু তৃণমূলের নেতারা চায় প্রতি ঘরে বোমা তৈরি হোক। বিজেপি রাজ্যের উন্নতি চায়। আমাদের সরকার ৪ কোটি পাকা বাড়ি বানিয়েছে, আগামীদিনে আরও তিন কোটি বাড়ি বানানো হবে। নারীদের আত্মনির্ভর বানাতে চায়। মোদী চায় দেশের ৩ কোটি মহিলাকে লাখপতি বানাতে"।