PM Narendra Modi (Photo Credit: X)

কংগ্রেস জমানা পেরিয়ে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। একদশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে এনডিএ সরকার কেন্দ্রে রয়েছে। তারপরেও কংগ্রেস জমানা ভুলতে পারছে না বিজেপি নেতৃত্ব। প্রায় প্রতিটি সভা ও অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী পুরোনো ঘটনাকে টেনে নিয়ে এসে কংগ্রেসের তীব্র সমালোচনা একাধিকবার করেছে। এবার জ্বালানী তেল ও রান্নার গ্যাস নিয়ে ফের হাত শিবিরের একহাত নিলেন প্রধানমন্ত্রী মোদী। ২০১৪ সালের আগে আর বর্তমান সময়ে কী কী পরিবর্তন হয়েছে, সেই তথ্য সামনে তুলে আনলেন তিনি।

পেট্রল পাম্প বন্ধ রাখা হত কংগ্রেস জমানায়

শুক্রবার প্রধানমন্ত্রী মোদী একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ২০১৪-এর আগে যখন জাতীয়করণের ধারণা প্রাধান্য পেয়েছিল, সেই সময় জনতাদের যাতে পেট্রল, ডিজেলের ওপর ভর্তুকি না দিতে হয়, সেইজন্য রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখা হত পেট্রল পাম্প। এখন প্রত্যন্ত জায়গাতেও ২৪ ঘন্টা পেট্রল পাম্প খোলা থাকছে। যাতে মানুষ রাতবিরেতে সমস্যায় না পড়ে সেই দিকে খেয়াল রাখা হচ্ছে।

রান্নার গ্যাস নিয়ে সমালোচনা মোদীর

এমনকী রান্নার গ্যাসের কানেকশন পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল সেই সময়ে। সাংসদদের কাছে চিঠি লিখতে হত। কানেকশন দেওয়ার জন্য সাংসদদের বছরে ২৫টি কুপন দেওয়া হত, আর সেই কুপন সে নিজের এলাকায় ভাগ করে দিত। ফলে গরীব মানুষরা রান্নার গ্যাসের কানেকশন পেত না। তাঁরা জানত এই কানেকশন শুধু বড়লোকেরার পায়। কিন্তু আমাদের সরকার আসার পর এই প্রথা পরিবর্তন করা হয়েছে। এখন দেশের অধিকাংশ নাগরিকের বাড়িতে গ্যাসের কানেকশন পৌঁছেছে।