করোনাকালে দেশ তথা বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যু। সরকারী তথ্য অনুযায়ী ভারতে  সেই সময় কমপক্ষে ৫ লক্ষ ৩৩ হাজার ৬২৩ জনের মৃ্ত্যু হয়েছিল। যারমধ্যে সমস্ত বয়সীর মানুষজন ছিলেন। এবার কেন্দ্র সরকার নাকি মৃতদের মধ্যে যাঁদের বয়স ৪৫ বছরের মধ্যে তাঁদের মৃত্যুর কারণ মূল্যায়ণ করতে চলেছে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়। যা নিয়ে ভারতেও একাধিক সংবাদমাধ্যমে কথা উঠতে শুরু করে। তবে এই সংবাদ পুরোপুরি মিথ্যা। এমন কোনও ধরনের গবেষণা ভারত সরকারের পক্ষ থেকে শুরু করা হচ্ছে না। এমনটাই দাবি করর পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check)।

ভুয়ো সংবাদ প্রকাশিত করেছে দ্য প্রিন্ট

পিআইবি ফ্যাক্ট চেকের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, করোনাকালে আকস্মিক মৃত্যুর কারণ মূল্যায়ণ করতে কোনও গবেষণাকে অনুমোদন দেয়নি ভারত সরকার। ফলে এই ধরনের কোনও গবেষণা করা হচ্ছে না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে। যদিও নয়াদিল্লির পক্ষ থেকে এই দাবিকে মিথ্যা বলা হলেও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রতিবেদনটি মুছে ফেলা হয়নি।

দেখুন পোস্ট

ভুয়ো খবর নিয়ে বিতর্ক

প্রতিবেদনে বলা হয়েছিল নয়াদিল্লি ভিত্তিক একটি স্বাস্থ্য গবেষণা সংস্থা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে এই গবেষণায় সাহাষ্য করছে। যদিও এই দাবিও পুরোপুরি ভুল বলে দাবি করছে পিআইবি ফ্যাক্ট চেক।