নতুন দিল্লি, ৯ জুন: লকডাউন উঠতে না উঠতেই ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম (Petrol and diesel prices)। এনিয়ে পরপর তিনদিন জ্বালানি তেলের দাম বাড়ল। পেট্রোলের ক্ষেত্রে লিটার প্রতি ৫৪ পয়সা করে দাম বেড়েছে। ডিজেলের ক্ষেত্রে তা ৫৮ পয়সা করে হয়েছে। গত তিনদিনে পেট্রোল ও ডিজেলের দাম লিটারে ১.৭ টাকারও বেশি বেড়েছে। দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ৭৩ টাকায়। আর মুম্বইতে এক লিটার পেট্রোলের দাম ৮০ টাকা ১ পয়সা। চেন্নাইতে ৭৭ টাকা ৮ পয়সা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৭৪ টাকা ৯৮ পয়সা। একইভাবে দিল্লিতে এক লিটার ডিজেলের দাম ৭১ টাকা ১৭ পয়সা। মুম্বইতে লিটার প্রতি ডিজেল বিকোচ্ছে ৬৯ টাকা ৯২ পয়সায়।
এদিকে চেন্নাইতে পাওয়া যাচ্ছে ৬৯ টাকা ৭৪ পয়সায়। কলকাতার ক্ষেত্রে এক লিটার ডিজেলের দাম ৬৭ টাকা ২৩ পয়সা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে এই চার মেট্রো শহরের পেট্রোল ও ডিজেলের মূল্য এমনই নির্ধারণ করা আছে। গত সাত ও আট জুন রাজ্য অনুযায়ী পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম ৬০ পয়সা করে বেড়েছে। গত তিন মাসে লকডাউন থাকায় জ্বালানি তেলের দাম বাড়েনি। তাই পর পর তিনদিনে দাম বাড়িয়ে সেই গ্যাপ পূরণ করা হল। আরও পড়ুন-Jyotiraditya Scindia: করোনার উপসর্গ নিয়ে দিল্লির হাসপাতালে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
লকডাউন জারির পরপরই পেট্রল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি তেল কোম্পানিগুলি। ফলে এক সময় বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ড তলানিতে গিয়ে নামলেও এ দেশের পেট্রল এবং ডিজেল ব্যবহারকারীরা তার কোনও সুফল পাননি। অথচ এই সময়ের মধ্যে বিমানের জ্বালানি ATF এবং রান্নার গ্যসের দাম নিয়মিত রিভাইস করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন দেশজুড়ে উড়ান পরিষেবা বন্ধ থাকলেও আশ্চর্যজনকভাবে লকডাউনের মধ্যে ATF-এর দাম কমিয়েছে তেল কোম্পানিগুলি। ৮৩ দিনের বিরতি। করোনা-লকডাউনের ধাক্কা সামলে জনজীবন যখন একটু করে ছন্দে ফিরতে শুরু করেছে তখনই ফের দৈনিক ভিত্তিতে জ্বালানির মূল্য নির্ধারণ শুরু করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। রবিবার প্রথম দিনেই চাপ পড়ে আম আদমির পকেটে। আজও সেই ধারা বজায় রাখল।