দিল্লি, ১০ অগাস্ট: বৃহস্পতিবার বিকেল ৪টেয় সংসদে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিষয়ে বৃহস্পতিবার বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। যা নিয়ে এবার কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। সংসদে দাঁড়িয়ে খাড়গে বলেন, 'প্রধানমন্ত্রী এলে কী হবে? প্রধানমন্ত্রী কি এই সংসদের পরমাত্মা?' নরেন্দ্র মোদীকে নিয়ে চলতি মরশুমের বাদল অধিবেশনে এই প্রথম তীব্র আক্রমণ করতে শোনা গেল মল্লিকার্জুন খাড়গে-কে।
#WATCH | Rajya Sabha LoP Mallikarjun Kharge says, "...Pradhan Mantri ke aane se kya hone wala hai, kya parmatma hai woh? Yeh koi bhagwan nahi hai"
(Source: Sansad TV) pic.twitter.com/EBZddWW3tu
— ANI (@ANI) August 10, 2023
বুধবার সংসদে হাজির হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন রাহুল। এমনকী, মণিপুরে প্রধানমন্ত্রী মোদী কেন এখনও যাননি বলে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। এমনকী, প্রধানমন্ত্রীর কাছে মণিপুর ভারতবর্ষের অংশ নয় বলেও আক্রমণ করেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।