দিল্লি, ৮ অগাস্ট: মঙ্গলবার ফের নিউজক্লিক ওয়েবসাইট নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রীর কটাক্ষ 'কংগ্রেস কা হাত নিউজক্লিক কে সাথ, নিউজক্লিক কে উপর চায়না কা হাত।' অনুরাগ ঠাকুরের দাবি, রাজীব গান্ধী ফাউন্ডেশনে চিন থেকে অর্থ আসে। ওই অর্থ কোথায় খরচ হয়, তা দেশের মানুষকে জানাক কংগ্রেস। চিনের অর্থে চলা নিউজক্লিক ওয়েবসাইটকে কংগ্রেস কেন সমর্থন করছে বলে প্রশ্ন তোলেন অনুরাগ ঠাকুর। এর জন্য গোটা দেশের মানুষের কাছে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।
#WATCH | Union Minister and BJP MP Anurag Thakur says, "All I would like to say Congress ka haath 'NewsClick' ke saath, 'NewsClick' ke upar China ka haath. Rahul Gandhi should apologise to the nation and say how did Rajiv Gandhi Foundation take money from China and where did it… pic.twitter.com/jZte5dAi1t
— ANI (@ANI) August 8, 2023
প্রসঙ্গত নিউজক্লিক প্রসঙ্গ নিয়ে সোমবারও কংগ্রেস এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপিকে তোপ দাগতে দেখা যায়। বিজেপি নিশিকান্ত দুবে অভিযোগ করেন, চিনের অর্থ নিউজক্লিকে এসেছে। চিনা তহবিল ব্যবহার করে সরকারের বিরুদ্ধে পরিবেশ তৈরি করা হচ্ছে।' ভারতকে 'খণ্ডিত' করাই কংগ্রেসের লক্ষ্য বলে আক্রমণ করেন বিজেপি সাংসদ। ফলে কংগ্রেসের তহবিলে কোথা থেকে অর্থ আসছে,তা নির্বাচন কমিশন খতিয়ে দেখুন বলেও দাবি করেন নিশিকান্ত দুবে।
আরও পড়ুন: Rahul Gandhi: লোকসভায় ফিরতেই রাহুলকে তীব্র আক্রমণ বিজেপির, পালটা ক্ষোভ উগরে দিল কংগ্রেস
যার তীব্র বিরোধিতা করে সরব হন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। অধীর বলেন, বিজেপি সাংদের মন্তব্য লোকসভার রেকর্ড থেকে মুছে ফেলা উচিত।