P Chidambaram comment on Katchatheevu issue: আটকে থাকা তামিলদের ফিরিয়ে আনতেই কচ্ছতিভু দ্বীপ তুলে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার হাতে, দাবি কংগ্রেস নেতা চিদম্বরমের

ভোটের আগে কচ্ছতিভু (Katchatheevu Island) দ্বীপ নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। ইন্দিরা গান্ধীর আমলে এই দ্বীপ চলে গিয়েছিল শ্রীলঙ্কার হাতে। এই অভিযোগ তুলে কংগ্রেস ও ডিএমকেকে তুলোধনা করছে বিজেপি সরকার। অন্যদিকে এই প্রসঙ্গে এবার সাফাই দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram)। তাঁর দাবি, পুরো অভিযোগই ভিত্তিহীন। প্রধানমন্ত্রী মোদী যে অভিযোগ তুলছেন তা সাম্প্রতিকতম আরটিআই-এ প্রকাশিত হয়েছে। কিন্তু ২৭ জানুয়ারি ২০১৫ সালে তথ্য অধিকার আইনে বলা হয়েছিল কেন ১৯৭৪ এবং ১৯৭৬ সালে এই চুক্তি উঠে এসেছিল। আর সেই সময় পররাষ্ট্র সচিব ছিলেন বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

আরটিআইতে প্রসঙ্গে চিদম্বরম বলেন, সেখানে স্পষ্ট বলা হয়েছে, আন্তর্জাতিক সীমানা অনুযায়ী দ্বীপটি শ্রীলঙ্কার পাশে ছিল। এবং ১৯৭৪ সালে ভারত-শ্রীলঙ্কা সামুদ্রিক চুক্তি হয়েছিল। ইন্দিরা গান্ধী ওই দ্বীপটিকে শ্রীলঙ্কায় অন্তর্গত করালেন কারণ ৬ লক্ষের বেশি তামিল তখন শ্রীলঙ্কায় আটকে ছিল। এই চুক্তির মাধ্যমে তাঁরা এই দেশে আসতে পেরেছিল। এখন তাঁরা স্বাধীনভাবে এই দেশে বাঁচতে পারছে।

প্রসঙ্গত, এই চুক্তি মাধ্যমে রাতারাতি কচ্ছতিভু দ্বীপটি শ্রীলঙ্কার হয়ে যায়। তবে এই জায়গাটি বরাবরই ভারতীয় মৎসজীবীদের জন্য আদর্শ জায়গা ছিল। মূলত এখানেই মাছ ধরে জাহাজ ফেলত ভারতীয়রা। কিন্তু ১৯৭৪ সালের চুক্তির পর যখন শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে চলে যায় দ্বীপটি, তারপর থেকেই ভারতীয়দের ওপর কড়া বিধিনিষেধ লাঘু হয়ে যায়। এমনকী একাধিক ভারতীয়কে আটক করে ধরে নিয়ে গিয়েছে শ্রীলঙ্কার প্রশাসন।