বেঙ্গালুরু, ১৮ জুলাই: বেঙ্গালুরুতে যখন বিরোধীদের বৈঠক চলছে,সেই সময় পরিবারবাদকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের বৈঠক পরিবারের জন্যই মূল মন্ত্র বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। যা নিয়ে পালটা তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, আমি আগেই বলেছি, ক্ষমতায় বিশ্বাসী নয় কংগ্রেস। কিংবা প্রধানমন্ত্রী কী বলেলন, তা নিয়েও মাথা ঘামাতে চায় না। ক্ষমতার লোভে যে এই বৈঠক হচ্ছে, তা নয়। দেশের গণতন্ত্রকে রক্ষা করতেই বৈঠক হচ্ছ বলে প্রধানমন্ত্রী মোদীকে পালটা কটাক্ষ করেন মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেস সভাপতির কথায়, বিরোধী দলগুলির মধ্যে মত পার্থক্য রয়েছে। তবে তাঁরা প্রত্যেকে দেশের সাধারণ মানুষের স্বার্থে, দলিতের স্বার্থে, আদিবাসী মানুষের স্বার্থে, যুব সম্প্রদায়ের স্বার্থে কাজ করেন। দেশে সংখ্যালঘুদের শব্দকে যেভাবে চুপ করিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে একযোগে তাঁরা করবেন বলে জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
১৭ জুলাই থেকে বেঙ্গালুরুতে বসেছে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক। যেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপি-সহ দেশের একাধিক বিরোধী দল হাজির হয়েছে। লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী শক্তিগুলি এক ছাদের নীচে হাডির হয়েই চলছে বৈঠক।