শনিবারের সকালে মুম্বইয়ে (Mumbai) মর্মান্তিক দুর্ঘটনা। লিফট ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। আহত একজন। তাঁকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বোরিভালি পশ্চিমের লিঙ্ক রোড এলাকায়। গাড়ি পার্কিং করে লিফটে উঠতে গিয়ে ঘটে বিপত্তি। জানা যাচ্ছে, ৭ ফুট গভীরে পড়ে যায় লিফটি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকলের কর্মীরা এসে হতাহতদের উদ্ধার করে বিডিবিএ শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লিফটের তার ছিঁড়ে ঘটে দুর্ঘটনা

পুলিশসূত্রে খবর, লিঙ্ক রোডে অবস্থিত ওম প্রথমেশ বিল্ডিংটি ২১ তলার বহুতল। এদিন ১১.০৮ নাগাদ বহুতলের একটি লিফটের তার আচমকাই ছিঁড়ে যায়। যার ফলে ঘটে দু্র্ঘটনা। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে দুজনকে ৭ ফুট গভীর থেকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে সেখানে বছর ৩০-এর শুভম মাদামালাল ধুরিকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে, মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৪৫ বছরের সঞ্জিত যাদব।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

জানা যাচ্ছে, দুজনেই ওই বহুতলেরই বাসিন্দা। এদিন কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। লিফটের যথাযথ রক্ষণাবেক্ষণ করা হত কিনা। এবং ঘটনার আগে লিফটে কোনও সমস্যা ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। আচমকা এমন দুর্ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবার।