Leena Gandhi Tewari (Photo Credit: X/Screengrab)

মুম্বই, ৩ জুন: লীনা তিওয়ারি (Leena Gandhi Tewari) কিনে নিলেন মুম্বইয়ের (Mumbai) সবচেয়ে বেশি দামের ডুপ্লেক্স। ৭০৩ কোটি টাকা দিয়ে ওরলিতে ডুপ্লেক্স কিনলেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও লীনা তিওয়ারি। যা এক কথায় রেকর্ড বলে জানা যাচ্ছে। লীনা গান্ধী তিওয়ারি নামের ওই মহিলা সি ফেসিং ডুপ্লেক্স (Luxury Apartment) কিনেছেন ভারতীয় টাকায় ৭০৩ কোটি দিয়ে। যার রিয়েল এস্টেটের বাজারে রেকর্ড। যে আলট্রা লাক্সারি ডিল করেছেন লীনা গান্ধী তিওয়ারি (Leena Gandhi Tewari’s Luxury Apartment), সেক্ষেত্রে তাঁর ডুপ্লেক্স প্রতি স্কয়ার কিমিতে ২ লক্ষ টাকা করে দামের বলে জানা যচ্ছে। যা এ যাবৎকালের রিয়েল এস্টেট ডিলের মধ্যে সবচেয়ে ওজনদার বলে জানা যাচ্ছে।

মুম্বইয়ের ওরলিতে (Worli) নামান জ়ানা বহুতলে লীনা গান্ধী তিওয়ারি ওই ডুপ্লেক্স কিনেছেন। ৭০৩ কোটি টাকার বিলাসবহুল ডুপ্লেক্স কিনতে লীনা গান্ধী তিওারিকে ৩১.৯৫ কোটি টাকার স্ট্যাম্প ডিউটিতে স্বাক্ষর করতে হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উদয় কোটাক এবং তাঁর পরিবারের তরফে ওরলিতে একটি ডুপ্লেক্স কেনা হয়। যার দাম ছিল ৪২৪ কোটি। এবার লীনা গান্ধী তিওয়ারি সেই ডিলকে ছাপিয়ে ৭০৩ কোটি দিয়ে ওরলিতে নয়া ডুপ্লেক্স কিনলেন।