Police, Representational Image (Photo Credit: File Photo)

মুম্বইয়ের (Mumbai) ওরলি এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের দুই সদস্যের মৃতদেহ। সম্পর্কে দুজনে স্বামী-স্ত্রী। রবিবার সকালে তাঁদের দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি লোকাল বন্দুক। প্রাথমিকভাবে পুলিশে অনুমান, স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি। ইতিমধ্যেই দেহদুটি ময়নাতদন্তরে জন্য পাঠিয়েছে পুলিশ। যদিও কী কারণে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে ওই বৃদ্ধ দম্পতি, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দম্পতির মৃত্যুতে হতবাক প্রতিবেশী

জানা যাচ্ছে, বছর ষাটেকের ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরেই তাঁর ৫৩ বছরের স্ত্রীর সঙ্গে ওই বাড়িতে থাকতেন। দুজনেই খুব হাসিখুশি ছিলেন এবং তাঁদের মধ্যে কোনও আর্থিক সমস্যা ছিল না। ফলে আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয় প্রতিবেশীদের কাছেও। পুলিশসূত্রে খবর, শনিবার রাতে বিছানাতেই ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি। তারপরই মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মঘাতী হন ওই বৃদ্ধ।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

এদিন সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরা দরজাও ধাক্কা দেন। কিন্তু কোনও সারাশব্দ না পাওয়ায় থানায় জানানো হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে দুজনকে উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আর্থিক কোনও সমস্যার কারণেই আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি।