নয়াদিল্লি: রজধানী শহরে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার। পুলিশ সূত্রে খবর, শপিং মলের বেসমেন্ট থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, সকালে ভান্ডুপের একটি মলের বেসমেন্টে এক বছর ৩০-এর মহিলার মৃতদেহ দেখতে পান। বেসমেন্টে জমে থাকা জলে মৃতদেহটি ভাসমান অবস্থায় মৃতদেহটি পাওয়া গিয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মহিলার পরিচয় নিশ্চিত করতে এবং তাঁর পরিবারের সদস্যদের খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।
সকাল ৯:৪০ নাগাদ মলের একজন কর্মচারী জলমগ্ন বেসমেন্টে মৃতদেহটি ভাসতে দেখেন, তখন ঘটনাটি প্রকাশ পায়। তিনি পুলিশকে খবর দেন, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মুলুন্ড জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা পৌঁছানোর পর মহিলাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহিলার বয়স ৩০ এর কাছাকাছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ডুবে মারা গেছেন, কারণ তার ফুসফুস জলে ভরা ছিল। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।