মুম্বই, ১৬ নভেম্বরঃ ওকালতির (LLB) পরীক্ষায় টুকে পাস। মায়ের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে খোদ মেয়েই। মায়ের বিরুদ্ধে পরীক্ষায় টুকে পাস করার পুলিশি অভিযোগও দায়ের করেছে বছরের ৩০-এর মেয়ে। পেশায় ডাক্তার সেই মেয়ে এও জানিয়েছেন, ষষ্ঠ সেমিস্টার চলাকালীন তার মা এক ব্যক্তিকে এনে ছিল নিজের পেপার লিখে দেওয়ার জন্যে।
ঘটনাটি ঘটেছে লকডাউনের (LockDown) সময়। করোনাকালে (Covid Pandemic) দীর্ঘ দিন যাবত বন্ধ ছিল স্কুল কলেজ। ফলে ক্লাস থেকে শুরু করে যাবতীয় পরীক্ষা সবই হয়েছে অনলাইনে। আর সেই সুযোগেই নাকি তার মা এলএলবি পরীক্ষায় (LLB Exam) টুকে পাস করেছে। এক জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়েছে ওই মহিলার মা।
অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) নেল্লর থানার সিনিয়র ইন্সপেক্টর তানাকি ভগত জানিয়েছেন, মেয়েটির বাবা থাকেন মুম্বইয়ে (Mumbai) কিন্তু তার মা একাই থাকেন নেল্লরে (Nellore)। সেখানে থাকাকালীনই বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছে তার মায়ের। তিনি আরও জানান, ২০০৫ সালে মুম্বই ইউনিভার্সিটির অধীনে এলএলবি কোর্সে ভর্তি হন ওই মহিলার মা। চার বছরের এই কোর্সে একাধিক পেপারে পাস করতে পারেনি সে। তখন থেকেই সেই পাপার গুলোর পরীক্ষা দিতে হচ্ছে তাঁকে। কিন্তু কোনবারেই পাসের মুখ দেখেনি। করোনা আবহে লকডাউন চলাকালীন অনলাইন পরীক্ষার সুবিধা উঠিয়ে টুকে পাস করেছে, মাকে নিয়ে এমনটাই অভিযোগ ওই মহিলার। নিজের পরীক্ষার পেপার লিখে দেওয়ার জন্যে এক ব্যক্তিকেও এনেছিলেন বলে জানায় মেয়ে।
আরও পড়ুনঃ বিশ্বের সব থেকে উঁচু নাক তাঁর, ১৯ মিটারের নাক নিয়ে গড়েছেন গিনিস রেকর্ড
মহিলার অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে নেল্লর থানার (Nellore Police) পুলিশ। কোড অফ ক্রিমিনাল প্রসিডিয়র (Code Of Criminal Procedure) এর অধীনে 41A (1) ধারায় ওই এলএলবি ছাত্রীর কাছে একটি নোটিস পাঠানো হবে বলেই জানিয়েছে নেল্লর পুলিশ।