শিলিগুড়ি, ২৫ অক্টোবর: ছটপুজোর পরেই রাজ্যে খুলে যাচ্ছে সমস্ত সরকারি বেসরকারি স্কুল কলেজ। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকের শুরুতে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)মুখ্যসচিবকে এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি। পুজোর পরে স্কুল খুলবে, একথা আগেই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আরও পড়ুন-Narendra Modi: ‘যোগী পূর্ববর্তী সরকার নিজেদের লকার ভরেছিল, আর আমরা গরিব মানুষকে অগ্রাধিকার দিই’, নরেন্দ্র মোদি
গত বছর ২০২০-র মার্চে প্রধানমন্ত্রীর লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল রাজ্যের স্কুল কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। পরে অনলাইন ক্লাস শুরু হলেও স্কুলে গিয়ে ক্লাসের অবকাশ হয়নি। পরে শহরের কিছু স্কুলে দ্বাদশ থেকে নবম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হলেও করোনার প্রাবল্যে তা বন্ধ হয়ে যায়। আর খুদেরা তো স্কুলের চেহারা কেমন ছিল সেটাই মনে করতে পারে না। এবার মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষাও হল না সশরীরে। এতদিনে সেই অচলায়তন কাটতে চলেছে।