পিডিপি নাকি এনসি, কাদের সাহায্যে বিজেপি জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) এতটা প্রভাব বিস্তার করেছে, এই নিয়ে একে অপরের দিকে আঙুল তুলতে ব্যস্ত ওমর আবদুল্লা এবং মেহেবুবা মুফতি। সম্প্রতি ভোট প্রচারে পিডিপি সুপ্রিমো দাবি করেছিলেন, এনডিএর সঙ্গে হাত মিলিয়ে প্রথম বিজেপিকে উপত্যকায় এনেছিল এনসি। এর জবাবে শুক্রবার ওমর আবদুল্লা অবশ্য বলেন, আমরা এনডিএ-র সঙ্গে হাত মিলিয়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের জমানায় কখনই বিজেপি কাশ্মীর তো দূরে থাক, জম্মুতেও পদ্ম ফোটাতে পারেনি। বিজেপির থেকে আমরা বরাবরই জম্মু-কাশ্মীরকে ছিনিয়ে নিয়ে এসেছিল। ২০১৪-১৫ তে কে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল সেটা মেহেবুবা মুফতি ভালো করেই জানেন। আর তারপর এই রাজ্যের কী অবস্থা হয়েছিল সেটা রাজ্যবাসী আরও ভালো করেই জানেন। ফলে ওনার এই প্রসঙ্গে কিছু না বলাই ভালো।
অন্যদিকে গতকাল জম্মুতে এসে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পরিবারতন্ত্রের খোঁচা দিয়েছেন এনসি, পিডিপি এবং কংগ্রেসকে। এর জবাবে ওমর আবদুল্লা এদিন বলেন, আর কতদিন বিজেপি তিন পরিবারের খোঁচা দেবেন। বিজেপির উচিত আমাদের আক্রমণ করার জন্য নতুন কিছু বলার। এসব শুনে শুনে জম্মু-কাশ্মীরবাসী হাঁপিয়ে গিয়েছে। তাই তাঁরা জানে কারা এই রাজ্যের ভালো চায় আর কারা চায় না। এখানের মানুষেের উন্নয়ন নিয়ে কিছু কথা তাঁদের বলা উচিত। আসলে বিজেপি চায় এখানে কোনও দলই যাতে না জেতে এবং এখানে আবার রাজ্যপালের শাসন জারি রাখতে চাইছে।
#WATCH | Budgam, J&K | NC Vice President Omar Abdullah says, "... We have been part of NDA for sure, but we never let BJP enter J&K. We didn't let BJP win Jammu, let alone bring them into Kashmir... PM Narendra Modi should talk about something other than 'three families'. People… pic.twitter.com/mK5rAieLU5
— ANI (@ANI) September 20, 2024