
ওয়ারাঙ্গল (তেলেঙ্গানা): রোগীর বেডের নিচে বেমালুম ঘুরে বেড়াচ্ছে একটি সাপ ( Snake)। বিষয়টি চোখে পড়তে শিউরে উঠেছেন সবাই। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল (Warangal) জেলার মহাত্মা গান্ধী হাসপাতালে (Mahatma Gandhi Memorial Hospital) । এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই চোখ কপালে উঠেছে সবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রোগীটি তখন হাসপাতালে নিজের বিছানায় শুয়েছিলেন। আর তাঁর অজান্তেই বেডের তলা দিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছিল একটি সাপ। ওখানে উপস্থিত রোগীর পরিজন ও অন্যান্যরা বিষয়টি দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। তারপরই ওই সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, চলতি মাসের মধ্যে এই ধরনের ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার ঘটল। সবরকম ব্যবস্থা নেওয়া সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
second time in a month, snake was spotted in Mahatma Gandhi Memorial (MGM) Hospital Warangal which is the oldest and biggest government hospital in North #Telangana. pic.twitter.com/OjdICPECrp
— Ashish (@KP_Aashish) October 24, 2022