US police laughed at the death of the Indian student (Photo Credit: ANI)

ওয়াশিংটন: ভারিতীয় ছাত্রীর মৃত্যুতে হাসতে দেখা যায় মার্কিন পুলিশ কর্তাদের। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে সেদেশে একটি পুলিশের টহল গাড়িতে ধাক্কা লেগে ভারতীয় বংশোদ্ভূত এক ছাত্রীর মৃত্যু হয়। গত সোমবার,  সিয়াটল পুলিশের ওই টহল বিভাগের কর্মকাণ্ড একটি ক্যামেরা  ফুটেজ থেকে প্রকাশ হয়েছে।  আরও পড়ুন : G20: জি ২০ সম্মেলন উপলক্ষ্যে দিল্লির হোটেলে হাজির হয়ে ব্যাগ পরীক্ষায় নারাজ চিনা আধিকারিক, কারণ নিয়ে ধন্দ

ভিডিও ফুটেজে ২৩-বছর-বয়সী ছাত্রী জাহ্নবী কান্দুলার নিহত হওয়ার বিষয়ে ফোনে কথা বলতে শোনা যায়। পুলিশ কর্তাকে হাসতে হাসতে কথা বলতে শোনা যায়, ‘সে মারা গেছে। সে একজন সাধারণ লোক। ভিডিওটির শেষে, তাকে আবারও হাসতে হাসতে বলতে শোনা যায়, হ্যাঁ, শুধু একটি চেক লিখুন। এগারো হাজার ডলার।’

দেখুন টুইট

উল্লেখ্য, গাড়ি চালাচ্ছিলেন সিয়াটল পুলিশ অফিসার্স গিল্ডের ভাইস প্রেসিডেন্ট। গিল্ডের সভাপতি মাইক সোলানের সঙ্গে ঘটনার বিস্তারিত আলোচনা করতে শোনা যায় ওই ভিডিও ফুটেজে।