মুম্বই, ৯ মেঃ দেড় মাসের শিশুকে মাটিতে আছাড় মারার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। মুম্বইয়ের (Mumbai) এক টেলিভিশন অভিনেত্রী নিজের স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন। ৪১ বছরের অভিনেত্রী চন্দ্রিকা শাহা রবিবার স্বামী অমন মিশ্রর বিরুদ্ধে তাঁদের একরত্তি সন্তানের উপর অত্যাচারের অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করেছেন।
অভিযোগে টেলি অভিনেত্রী জানান, গত শুক্রবার রান্নাঘরের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন তিনি। এদিকে খুদে ছেলে কেঁদে চলেছে। স্বামীকে ছেলে সামলানোর দায়িত্ব দিয়ে হেঁশেলের কাজে যান তিনি। ছেলে কাঁদছে দেখে তাকে শোয়ার ঘরে নিয়ে যায় অমন। এমন সময়ে ঘর থেকে তারস্বরে ছেলের কান্নার আওয়াজ পান তিনি। ছুটে ঘরে এসে দেখেন, আহত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে খুনে সন্তান। তড়িঘড়ি কোলের শিশুকে নিয়ে হাসপাতালে যান তিনি।
রবিবার ঘরের সিসিটিভি (CCTV) ফুটেজ চেক করতে গিয়ে চোখ কপালে ওঠে অভিনেত্রীর (Mumbai TV Actress)। তিনি দেখেন, অমন তাঁদের সন্তানকে তুলে মাটিতে আছাড় মারছে। দেড় বছরের ছেলের সঙ্গে তিন তিনবার একই কাণ্ড ঘটান তাঁর স্বামী। সেই সিসিটিভি ফুটেজ নিয়ে থানার দারস্ত হন অভিনেত্রী। স্বামীর বিরুদ্ধে দায়ের করেছেন অভিযোগ। অভিনেত্রী অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন স্বামী।