দিনকয়েক আগেই দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গনেশ পূজন উৎসবে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিচারপতির বাড়িতে দেশের প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছিলে রাজ্যের বিরোধী দলগুলি। বিশেষ করে কংগ্রেস নেতৃত্ব এর কড়া বিরোধীতা করেছিল। কারণ প্রধানমন্ত্রী এভাবে দেশের প্রধান বিচারপতির বাড়িতে যেতে পারেন না। তবে তাঁদের এই দাবিকে ধর্মীয় ভাবাবেগের আঘাত করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ বিজেপির। শুক্রবার মহারাষ্ট্রের ওয়ার্ধা এলাকায় দলীয় জনসভায় গিয়ে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তাঁর অভিযোগ, কংগ্রেস এখন গনেশ পূজোরও বিরোধীতা করছে। স্বাধীনতা সংগ্রামে লোকমান্য তিলকের নেতৃত্বে গণপতি উৎসব হয়ে উঠেছিল ভারতের ঐক্যের উৎসব। আর সেই কারণেই এখনও এই গনেশ উৎসব শুরু হলেই প্রতিটি সমাজ, প্রতিটি শ্রেণীর মানুষেরা একত্রিত হয়ে পূজোতে সামিল হন। তাই কংগ্রেস এই পূজোকে পছন্দ করে না। আমি একটি গনেশ পূজোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। আর তারপরেই কংগ্রেসে তুষ্টিকরণের ভূত জেগে উঠেছিল।

এছাড়াও প্রধানমন্ত্রী অভিযোগ, কর্ণাটকে কংগ্রেসের সরকার রয়েছে। ওখানে গনেশ পূজো নিয়ে কী ঝামেলা হচ্ছে দেখতে পেয়েছে। গনপতি বাপ্পাকে জেলে পাঠাতে চাইছে তাঁরা। যে গনপতির মূর্তিকে সকলে পূজো করে সেই মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। এভাবেই তাঁরা গনেশ ঠাকুরকে অসম্মান করেছে। যে কারণে জনতা তাঁদের ওপর যথেষ্ট ক্ষুব্ধ। যাঁরা কংগ্রেসের সঙ্গে জোট করেছে তাঁরাও এখন এই বিষয়ে নীরব। এটা খুবই আশ্চর্যের বিষয়।