অর্জুনের লক্ষ্য়ভেদে তৃণমূল বিধায়কের ছেলে বিজেপিতে, সঙ্গে আরও হাজার দুয়েক কর্মীর ফুল বদল
অর্জুন সিং(File pic)

কলকাতা,২৮ মে: রাজ্যে বিজেপি (BJP)-র চমকপ্রদ মহাউত্থানের পর রাজনীতির চালচিত্র বদলে গিয়েছে। আট বছর ক্ষমতায় থাকার পর এই প্রথম চ্যালেঞ্জের মুখে পড়া মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-কে কোণঠাসা করতে আদাজল খেয়ে নেমে পড়ছেন বিজেপি নেতারা। শুভ্রাংশু রায় (Subhranshu Roy)-কে সাসপেন্ড, অভিষেক ব্যানার্জি সহ কয়েক জন দলীয় নেতার ডানা ছাঁটার পর তৃণমূল ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও, মুকুল রায়-অর্জুন সিংরা দিদির ফুলে কাঁটা ছুঁড়ে দিতে তৈরি। নোয়াপাড়ার তৃণমূল বিদায়ক সুনীল সিংয়ের ছেলেকে নিজের শিবিরে টেনে নিলেন অর্জুন সিং (Arjun Singh)। নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং (Sunil Singh) ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয়। আর বিধায়ক সুনীলের ছেলে আদিত্য সিংকে বিজেপি-তে নিয়ে গেলেন অর্জুন। সঙ্গে দল ছাড়লেন হাজার দুয়েক তৃণমূল কর্মী। তৃণমূল বিধায়ক সুনীল সিংয়ের বাড়ির সামনেই তার ছেলে আদিত্যর হাতে বিজেপির পতাকা তুলে দিলেন ব্যারাকপুরের সাংসদ।

আজ, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের কাছে দিনটা নিজেদের শক্তি ক্ষয়ের হতে চলেছে। নিজের ছেলেকে নিয়ে মুকুল রায় দিল্লিতে চলে গিয়েছেন। শুধু মুকুল পুত্র শুভ্রাংশ রায় নয়, উত্তর ২৪ পরগনায় অনেক বড় নেতাও হয়তো আজ বিজেপি-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন। লোকসভা ভোটের বিপুল বিপর্যয়ের পরেই বীজপুরের বিধায়ককে(Bijpur MLA) সাসপেন্ড করেছে তৃণমূল। মঙ্গলবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে তিনি নাম লেখাতে চলেছেন গেরুয়া শিবিরে। শুধু শুভ্রাংশু এক নন দল বদলের তালিকায় রয়েছেন হালিশহর, নৈহাটি, কাঁচরাপাড়া ও কল্যাণী পুরসভার একাধিক কাউন্সিলর। সূত্রের খবর, কাঁচরাপাড়ার ২৪ জন কাউন্সিলরের মধ্যে ১৬ জন গতকাল বিকেলেই শুভ্রাংশুর সঙ্গে দিল্লিতে পৌঁছে গিয়েছেন। হালিশহরের ২৩ জনের মধ্যে ১৩ জন কাউন্সিলরও যোগ দেবেন বিজেপিতে। এমনকি কল্যাণী ও নৈহাটি পুরসভার একাধিক কাউন্সিলরের সঙ্গে বিজেপির পাকা কথা বলা হয়ে গিয়েছে। এর ফলে দুটি পুরসভায় সংখ্যালঘু হয়ে পড়বে তৃণমূল। বাকি দুটি পুরসভাও তাদের দখলে আসবে বলে দাবি করেছে বিজেপি।

লোকসভা ভোটের আগে অর্জুন সিং, সৌমিত্র খাঁ, অনুপম হাজরাদের দলে টেনে ধাক্কা দিয়েছিলেন মুকুল রায়। এবার উত্তর ২৪ পরগনায় ঘাসফুল শিবিরকে কোণঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির।