Photo Credits: FB & ANI

কলকাতা: কেন্দ্রীয় সরকার (Union Government) রাজ্যের মনরেগা-সহ একাধিক সামাজিক প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে বকেয়া রেখেছে। এই অভিযোগে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত ২ ও ৩ অক্টোবর দিল্লির (Delhi) যন্তরমন্তর ও রাজঘাটে বিক্ষোভ কর্মসূচি করে তৃণমূল (TMC)। ট্রেন বাতিল সত্ত্বেও বাস করে মনরেগায় কাজ করা শ্রমিক ও তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে দিল্লিতে গেছিল ঘাসফুল শিবির। তবে সেখানে প্রশাসন ও দিল্লি পুলিশের অতিতৎপরতার জেরে খুব একটা প্রভাব ফেলতে পারেনি আন্দোলন। যেভাবে অভিষেক-সহ তৃণমূলের সাংসদ ও মন্ত্রীদের সঙ্গে দিল্লি পুলিশ খারাপ ব্যবহার করেছে বলে অভিযোগ তার বিরুদ্ধে রীতিমতো তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ঘাসফুল শিবিরে।

৪ তারিখ দিল্লি থেকে ফিরেই কলকাতায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজভবনের সামনে ধরনা করার সিদ্ধান্ত নেয় নেয় তৃণমূল কংগ্রেস। সেই মতো দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের বাইরে বিক্ষোভ করতে থাকে তৃণমূল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Annad Bose) সঙ্গে দেখা করে তাঁকে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি দুটি প্রশ্নের উত্তর চাই বলে দাবি করে। এসবের মাঝেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে যান রাজ্য়পাল। আজ জলপাইগুড়ির বন্যা কবলিত এলাকাগুলিতে পরিদর্শনও করেন। আর তৃণমূল তাঁর সঙ্গে দেখা করতে চাইলে আগামীকাল অর্থাৎ শনিবার দার্জিলিঙে (Darjeeling) দেখা করার কথা জানান।

যার উত্তরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC leader Abhishek) স্পষ্ট জানিয়ে দিলেন তাঁরা দার্জিলিং যাবেন না। বলেন, "বাংলার রাজ্যপাল আমাদের জানান তিনি আগামীকাল আমাদের সঙ্গে দার্জিলিঙে দেখা করতে চান (wants to meet)। কিন্তু, কলকাতাতে (Kolkata) আমাদের ধরনা (sit-in) চলবে।" আরও পড়ুন:  West Bengal Flood: বঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি অধীরের