নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর: শিখদের পাগড়ি বা কড়া পরা নিয়ে এবং গুরুদ্বারে যাওয়া নিয়ে সপ্তাহখানেক আগে আমেরিকা সফরে মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসাদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই মন্তব্য নিয়ে জোড় সমালোচনা শুরু করে বিজেপি। তাঁদের পক্ষ থেকে একটি ভিডিয়ো ভাইরাল করা হয়, যা নিয়ে দেশজুড়ে বিজেপি সমর্থিত শিখ সম্প্রদায়ের মানুষেরা রাহুলের বিরুদ্ধে প্রতিবাদও করে। যদিও এই নিয়ে এতদিন নীরব ছিলেন খোদ লোকসভার বিরোধী দলনেতা। তবে শনিবার তিনি তাঁর বক্তৃতার পুরো ভিডিয়ো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
রাহুল বলেন, "আমেরিকায় আমি যে বক্তব্য পেশ করেছিলাম, বিজেপি সেটার ভুল ব্যাখ্যা করছে। সেদিনে অনুষ্ঠানে যে শিখ ভাই বোনেরা ছিলেন তাঁদের প্রশ্ন করতে চাই আমি কী কোনও ভুল কিছু বলেছি? বর্তমান ভারতে শিখ সহ বাকি সম্প্রদায়ের মানুষেরা ভয়হীনভাবে তাঁদের ধর্ম নিয়ে চর্চা করতে পারছে? সবসময়ের মতোই মিথ্যার আশ্রয় নিচ্ছে বিজেপি। আসলে তাঁরা আমাকে চুপ করাতে মরিয়া হয়ে পড়েছে। কিন্তু আমি সবসময়ই মূল্যবোধের ওপর কথা বলবো"।
#WATCH | Lok Sabha LoP & Congress MP Rahul Gandhi tweets, "The BJP has been spreading lies about my remarks in America. I want to ask every Sikh brother and sister in India and abroad - is there anything wrong in what I have said? Shouldn't India be a country where every Sikh -… pic.twitter.com/lYgTMQTu0X
— ANI (@ANI) September 21, 2024
প্রসঙ্গত, এদিনের ভিডিয়োতে রাহুলকে বলতে শোনা যাচ্ছে, "ভারতে এখন শুধু রাজনীতির জন্যই লড়াই হচ্ছে না। আমাদের লড়াই হচ্ছে একজন শিখ ভারতে পাগড়ি পরতে পারবেন তো? একজন শিখ হাতে কড়া পরতে পারবেন তো? এবং তিনি গুরুদ্বারে যেতে পারবেন তো? আসলে লড়াইটা হচ্ছে সমস্ত ধর্মের মানুষরা যাতে তাঁদের ধর্মের চর্চা স্বাধীনভাবে করতে পারেন, সেই অধিকারের জন্য। আসলে আরএসএস চায় কিছু ধর্ম, কিছু জাতি, কিছু সম্প্রদায়ের মানুষদের দমিয়ে রাখতে। পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ ভারতের প্রতিটি রাজ্যের আলাদা ইতিহাাস, সংস্কৃতি রয়েছে। সেগুলি নষ্ট করা উচিত নয়। ভারত এমন একটি দেশ যেখানে মানুষ কী বিশ্বাস করবে, কাকে সম্মান, সেটা দেশবাসীর ওপরেই ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এখন ভারতে কিছু কিছু মানুষ সিদ্ধান্ত নিচ্ছে বাকিরা কী খাবে, কী পরবে, কী চিন্তাভাবনা করবে এবং সমস্যা হচ্ছে, এরা ভারতবাসীকে বুঝতেও পারে না"।