Delivery Boy (Photo Credits: Pexels)

হায়দরাবাদ, ২৪ ডিসেম্বরঃ গিগ কর্মী (Gig Workers) বা অ্যাপে চুক্তিতে কাজ করা কর্মীদের পাশে দক্ষিণের আরও এক রাজ্য। কর্ণাটকের (Karnataka) পর তেলাঙ্গানায় ক্ষমতায় এসে অ্যাপনির্ভর পণ্য সরবরাহকারী সংস্থার কর্মীদের জন্যে বিমার ঘোষণা করল কংগ্রেস সরকার (Congress)। সদ্য তেলাঙ্গানার (Telangana) কুরসিতে বসেছে জাতীয় কংগ্রেস। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন এ রেভান্থ রেড্ডি (Revanth Reddy)। জানিয়েছেন, রাজ্য সরকার গিগ কর্মী যেমন খাদ্য বিতরণ, ক্যাব এবং অটোরিকশা চালানোর সঙ্গে যারা জড়িত তাঁদের দুর্ঘটনাজনিত বিমার ক্ষেত্রে ৫ লক্ষ টাকা প্রদান করা হবে।

শনিবার হায়দরাবাদে (Hyderabad) ক্যাব, অটোরিকশা চালক এবং খাদ্য সরবরাহ আধিকারিকদের একটি সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী (Telangana CM Revanth Reddy)। আর সেই সভা থেকেই তিনি গিগ কর্মীদের (Gig Workers) আশ্বাস দিয়ে বলেছেন, সরকার 'রাজীব স্বাস্থ্যশ্রী' স্কিমের অধীনে তাঁদের ১০ লক্ষ টাকার স্বাস্থ্য কভারেজ দেবে। অর্থাৎ জীবন বিমা এবং দুর্ঘটনাজনিত বীমার জন্য মোট ১০ লক্ষ টাকা ধার্য্য করেছে তেলাঙ্গানা সরকার। যার মধ্যে ৫ লক্ষ টাকা জীবন বিমার আওতায় এবং আরও ৫ লক্ষ ঘোষণা করা হয়েছে দুর্ঘটনাজনিত বিমার ক্ষেত্রে। বিবৃতি প্রকাশ করে রেড্ডি এও জানান, রাজ্যের পরবর্তী রাজেট অধিবেশনে গিগ কর্মীদের বিমা প্রদানের বিষয়ে তিনি একটি আইন কার্যকর করবেন।

চার মাস আগে তেলাঙ্গানায় এক খাদ্য সরবরাহকারী খাবার পৌঁছতে গিয়ে আবাসন থেকে পড়ে মারা যান। এদিন ওই মৃত গিগ কর্মীর পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

বিবৃতিতে বিমার জন্যে মুখ্যমন্ত্রী গিগ কর্মীদের অনলাইন কিংবা গ্রাম সভায় গিয়ে আবেদন জমা করতে বলেছেন। ২৮ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে আদেবন প্রক্রিয়া।