নয়াদিল্লি: উত্তরপ্রদেশের সম্ভলে জামা মসজিদের (Jama Masjid) পর এবার বিখ্যাত আজমির শরিফ দরগাকে (Ajmer Sharif Dargah) শিব মন্দির (Shiva Temple) বলে দাবি। এই বিষয়ে হিন্দু সেনা সভাপতি বিষ্ণু গুপ্তার তরফে আজমির আদালতে একটি পিটিশন দায়ের করা হয়েছে। বিষ্ণু গুপ্ত আবেদনের সঙ্গে একটি বিশেষ প্রমাণ উপস্থাপন করেছেন। আদালতে দায়ের করা মামলায়, অভিযোগকারী বিষ্ণু গুপ্ত দাবি করেছেন যে আজমির দরগায় একটি শিব মন্দির রয়েছে এবং প্রমাণ হিসাবে হারবিলাস শারদার বই থেকে একটি অংশ উপস্থাপন করেছেন। এছাড়া হিন্দু ধর্মীয় স্থানে জরিপ ও পূজার জন্য প্রত্নতত্ত্ব বিভাগের অনুমতি চেয়েছেন অভিযোগকারী।
আজমিরের বিশ্ব বিখ্যাত খাজা মঈনুদ্দিন চিশতির দরগাকে শিব মন্দির দাবি করা হিন্দু সেনার আবেদন গ্রহণ করেছে নিম্ন আদালত। এই মামলায় আবেদনকারী বিষ্ণু গুপ্ত তাঁর আইনজীবীর মাধ্যমে দাবি করেছেন যে আজমির দরগা আসলে মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছে। আজমির দরগায় শিব মন্দির থাকার বিষয়ে মামলাটি গ্রহণ করে আদালত বিবাদীদের নোটিশ জারি করেছে। মামলার পরবর্তী শুনানি হবে ২০ ডিসেম্বর।
আজমির শরিফ দরগায় শিব মন্দির দাবির বিষয়ে এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি (AIMIM MP Asaduddin Owaisi) বলেন, ‘দরগাটি গত ৮০০ বছর ধরে রয়েছে, নেহেরু থেকে শুরু করে প্রধানমন্ত্রীরা দরগায় চাদর পাঠাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে চাদর পাঠান। মসজিদ ও দরগা নিয়ে এই বিদ্বেষ বিজেপি-আরএসএস কেন ছড়াচ্ছে?'... দেখুন ভিডিও-
#WATCH | On a suit claiming Shiva temple within Ajmer Sharif dargah AIMIM MP Asaduddin Owaisi says, "The dargah has been there for the last 800 years...Prime Ministers starting from Nehru have been sending 'Chadar' to the dargah. PM Modi too sends 'Chadar' there...Why have… pic.twitter.com/EF92G4EnEm
— ANI (@ANI) November 28, 2024