প্রতীকী ছবি (ফাইল ফটো)

নয়াদিল্লিঃ গাড়িতে (Car) প্রস্রাব (Urine) করেছিলেন কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। আর তার প্রতিবাদ করায় প্রেমিকার সামনে পিটিয়ে খুন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে কানাডার (Canada) এডমন্টনে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যু যুবকের। জানা গিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম আরভি সিং সাগু গত ১৯ অক্টোবর রাতে প্রেমিকাকে নিয়ে রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি ভোরবেলা রেস্তোরাঁ থেকে বের হয়ে দেখেন তাঁর গাড়ি দরজায় প্রসাব করছে কয়েকজন যুবক তাঁদের তিনি জিজ্ঞেস করেন , "এটা কী করছেন?" এর উত্তরে যুবকের দল জানায় "আমাদের যা ইচ্ছে তাই করছি" তর্কাতর্কি শুরু হলে সোজা আরভিকে আক্রমণ করে তারা মাথা মুখে ঘুষি মারা হয় মারধরের চোটে জ্ঞান হারান আরভি প্রেমিককে বাঁচাতে ক্ষমাভিক্ষা চেয়েও ব্যর্থ হন প্রেমিকা

এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন তদন্তে নেমে কাইল প্যাপিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ বাকিদের খোঁজ চলছে। প্রসঙ্গত, কানাডায় আর এক ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে নিহতের নাম দর্শন সিং সাহাসি তাঁকে খুনের দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং

 কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী