নয়াদিল্লিঃ ভিনধর্মের হয়েও ধুমধাম করে গণেশ পুজো করেন বলিউড অভিনেতা সলমন খান। সম্প্রতি তাঁর বাড়ির গণেশ পুজোর ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল। যা দেখে মুগ্ধ অনুরাগীরা। এবার পরিবারের সঙ্গে মিলে গণেশ বিসর্জনে মাতলেন বলিউডের ভাইজান। গান, নাচ, আরতির মাধ্যমে বাপ্পাকে বিদায় জানায় খান পরিবার। একইভাবে সোশ্যাল মিডিয়ায়া ভাইরাল হল সেই মুহূর্তের ছবি।
সূত্রের খবর, ভাইজানের মুম্বইয়ের বাড়ির সদর দরজা দিয়ে ঢুকেই রয়েছে একটি বড় গণেশ মূর্তি। দীর্ঘ ১৫ বছর ধরে তাঁর বাড়িতেই স্থান পেয়েছে ওই মূর্তি। সলমনের বাবা সেলিম খান জানান, হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর নাম পরিবর্তন করেন সুশীলা। নতুম নাম হয় সালমা খান। তবে সুশীলা ওরফে সালমার হাত ধরে নয় খান পরিবারে তার আগে থেকেই পূজিত হন গণপতি। আসলে সেলিমের বাবার আমল থেকেই এই পুজোর সূত্রপাত। হিন্দু এলাকায় বেড়ে ওঠা সলমনের বাবার। তাই সেখান থেকেই গণেশ পুজোর চল রয়েছে তাঁদের বাড়িতে। সেই রীতি মেনেই এখনও প্রতিবছর ধুমধাম করে গণেশ পুজো করে থাকেন তাঁরা। এই প্রসঙ্গে সলমনের বাবা সেলিম খানকে বলতে শোনা যায়, "আমাদের ছেলেবেলায় হিন্দু-মুসলমানে কোনও ভেদাভেদ ছিল না। আমরা সকলে বন্ধু ছিলাম। আমার বেড়ে ওঠা হিন্দু এলাকায়। ভিনধর্মে বিয়ে নিয়েও আমার পরিবারে কোনও সমস্যা ছিল না। যদিও আমার স্ত্রীর পরিবারের কিছু আত্মীয় এই বিয়েতে আপত্তি জানিয়েছিলেন।"
উৎসবের মেজাজে খান পরিবার, গণেশ বিসর্জনে মাতলেন ভাইজান, দেখুন ভিডিয়ো
Ganesh Chaturthi 2025: Salman Khan Posts Video of Special Ganpati Visarjan Celebration - WATCH@BeingSalmanKhan #GaneshChaturthi2025 #GaneshChaturthi
— LatestLY (@latestly) September 1, 2025
— LatestLY (@latestly) September 1, 2025