নয়াদিল্লি: ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত ৮ সেপ্টেম্বর প্যারিসে একটি বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, ‘আমি গীতা (Gita), উপনিষদ (Upanishads) এবং অনেক হিন্দুধর্মীয় বিষয়ে বই পড়েছি। বিজেপি যা করে তাতে হিন্দুত্বের (Hinduism) কিছুই নেই। আমি কোন হিন্দু গ্রন্থে কোথাও পড়িনি বা কোন বিদ্বান হিন্দু ব্যক্তির কাছ থেকে শুনিনি যে আপনি আপনার চেয়ে দুর্বল লোকদের ভয় দেখান বা ক্ষতি করবেন। হিন্দু ধর্মের সঙ্গে তাদের (বিজেপি ও আরএসএস) কোনো সম্পর্ক নেই। তারা যে কোনো মূল্যে ক্ষমতা অর্জন করতে তৈরি।'
দেখুন টুইট
I have read the Gita, Upanishads and many Hindu books. There is nothing Hindu about what the BJP does—absolutely nothing.
I have not read anywhere in any Hindu book or heard from any learned Hindu person that you should terrorize or harm people who are weaker than you.
They… pic.twitter.com/mEj2vOrAxq
— Congress (@INCIndia) September 10, 2023
ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রশ্নেও কথা বলেছেন রাহুল। তিনি বলেন, 'বিজেপি এবং আরএসএস ভারতের নিম্নবর্ণ, অনগ্রসর জাতি এবং সংখ্যালঘুদের প্রকাশ ও অংশগ্রহণ বন্ধ করার চেষ্টা করছে। আমি এমন ভারত চাই না যেখানে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।'