নয়াদিল্লিঃ বিএমডব্লিউ(BMW)-এর সঙ্গে পোর্সের (Porsche) গতির লড়াই। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পোর্সে গাড়ি। বুধবার রাত ২ টো নাগাদ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের যোগেশ্বরীর কাছে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে। জানা গিয়েছে, এদিন রাত ২ টো নাগাদ ১৫০ কিলোমিটার বেগে দু'টি গাড়ির মধ্যে রেস হচ্ছিল। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ডিভাইডারে ধাক্কা মারে বিলাসবহুল পোর্সে। ধাক্কা এতটাই জোরাল ছিল যে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে উপস্থিত ছিল দুই আরোহী। ঘটনায় তাঁরা গুরুতর আহত হয়েছেন বলে খবর। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
মুম্বইয়ে দুর্ঘটনার কবলে বিলাসবহুল গাড়ি
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই রাস্তার সিসিটিভি ফুটেজ। আসলেই কি রেস করছিল দু'টি গাড়ি? তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। এই প্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়, এই ধরনের প্রতিযোগিতা সম্পূর্ণ বেআইনি। এই বিষয়ে সতর্কতামূলক প্রচার চালানোর পরও মানুষজনের টনক নড়ছে না।
বিএমডব্লিউয়ের সঙ্গে রেস, ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে বিলাসবহুল পোর্সে
#WATCH | An accident occurred on the Western Express Highway in Mumbai late last night after a Porsche car allegedly collided with a divider while racing a BMW car. pic.twitter.com/xIqsf3AiHp
— ANI (@ANI) October 9, 2025