জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ন্যাশানাল কনফারেন্সের (National Conference) সহ সভাপতি ওমর আবদুল্লাহ (Omar Abdullah)। প্রায় ৬ বছর মুখ্যমন্ত্রী পেল রাজ্যবাসী। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশানাল কনফারেন্স সেন্টারে হওয়া শপথগ্রহণ অনুষ্ঠানে ওমরের বাবা ফারুক আবদুল্লাহ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব থাকলেও কেন্দ্র সরকারের কোনও মন্ত্রী ছিলেন না। যদিও কেন্দ্রের কাউকে আমন্ত্রণ করা হয়ছিল কিনা, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এই বিশেষ দিনে দলীয় বিভেদ ভুলে জম্মু-কাশ্মীরের নয়া মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra

Modi)।

এদিন এক্স হ্যাণ্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, "জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ওমর আবদুল্লাহজিকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনে জনগণে সেবা করার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা রইল। জম্মু-কাশ্মীরের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্র রাজ্য সরকারের পাশে থাকবে এবং সবধরনের সাহায্য করবে"। শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই অবশ্য ওমর বলেছিলেন, "কেন্দ্র সরকারের সঙ্গে যৌথভাবে রাজ্যের উন্নয়ন করার জন্য আমরা যথেষ্ট আশাবাদী। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হওয়ার কারণে বেশকিছু চ্যালেঞ্জ থাকবে বলে মনে করা হচ্ছে"।