প্রতীকী ছবি (Photo Credits: IANS)

মুম্বই, ৯ জানুয়ারিঃ প্রাক্তন প্রেমিকাকে ফিরে পেতে মরিয়া যুবক। বিবাহিতা প্রাক্তনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর চ্যাট এবং ব্যক্তিগত ছবি ফাঁস করার অভিযোগ উঠল মহারাষ্ট্র (Maharashtra) নাগপুরের (Nagpur) বছর ৪৩ এর এক ব্যক্তির বিরুদ্ধে। গত অক্টোবরে নাগপুর থানায় দায়ের হয়েছিল অভিযোগ। কিন্তু সেই থেকেই পলাতক ছিলেন তিনি। পুলিশের তিন মাসের প্রচেষ্টার পর শেষমেশ ৬ জানুয়ারি গ্রেফতার হয়েছেন অভিযুক্ত।

আরও পড়ুনঃ গোয়ায় ৪ বছর বয়সী ছেলেকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করলেন মা

এক জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিবাহিতা প্রাক্তন প্রেমিকাকে ফিরে পাওয়ার জেদ চেপে বসেছিল ওই ব্যক্তির মাথায়। আর সেই জেদের বশেই প্রাক্তনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করেন তিনি। তার পরেই ওই ব্যক্তির চোখে পরে স্বামী ছাড়াও অন্য এক পুরুষের সঙ্গে গোপনে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন তাঁর প্রাক্তন। এরপরেই মহিলার হোয়াটসঅ্যাপ থেকে একাধিক চ্যাটের স্ক্রিনশর্ট এবং কিছু একান্ত ব্যক্তিগত ছবি হাতিয়ে নেন। মহিলার ওই সমস্ত গোপন তথ্য তাঁর স্বামী, সহকর্মী সহ আরও ১১ জনকে মেল মারফত পাঠিয়ে দেন তিনি।

এই কাজে পুলিশের নজর যাতে তাঁর উপর না পরে সেই লক্ষ্যে নিজেকেও একটি মেল করে রেখেছিলেন তিনি। তদন্তের স্বার্থে যারা যারা ওই মেল পেয়েছেন তাঁদের প্রত্যেককে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তবে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের সময়ে তাঁর চোখে মুখে কথাবার্তায় ছিল ভীতির ছাপ। জিজ্ঞসাবাদের পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। অভিযুক্তের বাড়ি তল্লাশি করতেই উদ্ধার হয় একাধিক ইলেকট্রনিক যন্ত্রপাতি। পুলিশ জানতে পারে, সাইবার এক্সপার্টের সহায়তা নিয়েই এই কাণ্ড ঘটিয়েছেন ওই ব্যক্তি। তিন মাস ধরে খোঁজার পর জানুয়ারিতে গ্রেফতার হন অভিযুক্ত।