Nagaland: নাগাল্যান্ডের কয়লাখনিতে আচমকা ভূমিধস, অবৈধ খনন চলাকালীন মৃত্যু ৬ শ্রমিকের, আহত চার
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কোহিমা, ২৬ জানুয়ারিঃ প্রজাতন্ত্র দিবসের আগের রাতেই নাগাল্যান্ডের (Nagaland) এক কয়লাখনিতে (Coal Mine) দুর্ঘটনা। খনিতে কাজ করার সময় ভূমিধসে চাপা পড়ে মৃত্যু হল ছয়জন শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন শ্রমিক। ২৫ জানুয়ারি রাত ১টা নাগাদ নাগাল্যান্ডের ওখা জেলার ভান্ডারী মহকুমার অন্তর্গত রিচায়ন গ্রামের একটি অবৈধ কয়লা খনিতে খননের কাজ করার সময়ে আচমকা ধস নামে। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় শ্রমিকদের।

আরও পড়ুনঃ মাঝরাতে মুম্বইয়ের রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু একজনের

ঘটনা প্রসঙ্গে ভান্ডারীর এক বিধায়ক জানান, ওই এলাকায় অবৈধভাবে কয়লা খননের কাজ চলছিল। মৃত ছয় শ্রমিকই এসেছিলেন প্রতিবেশী রাজ্য আসম (Assam) থেকে। আহতদের উদ্ধার করে দিমাপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

অন্যদিকে প্রাথমিক ভাবে কয়লাখনিতে ভূমিধসের খবর সামনে এলেও পরবর্তীতে জানা যায়, কয়লাখনিতে আগুন লেগে দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও অজানা। খনিতে খনন কাজ চলাকালীন দুর্ঘটনার সংবাদে শোক প্রকাশ করেছেন ভান্ডারীর ওই বিধায়ক। প্রশাসনের কাছে এই ভাবে অবৈধ পথে কয়লা খনন বন্ধ করার আর্জি জানিয়েছেন তিনি।