নিজের ফ্ল্যাটের বারান্দায় টাওয়েল পড়ে ঘুরছিলেন এক ব্যক্তি। আর তাতেই সমস্যা স্থানীয় বাসিন্দাদের। কার্যত ঘর থেকে বের করে বেধড়ক মারধর করা হল তাঁকে। শনিবার এমনই এক অমানবিক ঘটনা ঘটল মহারাষ্ট্রের মুম্বরা (Mumbra) এলাকার খাড়দি রোডের কাছে খালিল কম্পাউন্ডে। আক্রান্ত ব্যক্তির নাম মুস্তাকিম। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় ফ্ল্যাটের বারান্দায় টাওয়েল পরে ঘুরে বেরাচ্ছিলেন ওই ব্যক্তি। আর সেই কারণে প্রতিবাদ জানান অনেকে। তবে তাতে তিনি কর্ণপাত করেননি। আর সেই কারণে জোড় করে বাড়ির বাইরে বের করে মারধর করা হয়।
হাসপাতালে আক্রান্ত যুবক
জানা যাচ্ছে, স্থানীয় কয়েকজন যুবক, লাঠি দিয়ে বেধড়ক মারে মুস্তাকিমকে। খবর পেয়েই ঘটনাস্থলে চলে যায় স্থানীয় পুলিশ। তাঁরাই ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও কাউকেই গ্রেফতার করেনি বলে জানা যাচ্ছে। যদিও এই ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
দেখুন ভিডিয়ো
𝕄𝕌𝕄𝔹ℝ𝔸 | A horrific incident occurred at Khalil Compound, Khardi Road, Mumbra, Maharashtra, where a man named Mustakeem was brutally assaulted with sticks for simply walking around his own apartment wearing a towel. He was severely injured and hospitalized, where he is… pic.twitter.com/S5hILF9wnO
— ℝ𝕒𝕛 𝕄𝕒𝕛𝕚 (@Rajmajiofficial) January 4, 2025