মুম্বই: বিকমের (B Com) এক ছাত্রের (student) সঙ্গে তার প্রেমিকার (girlfriend) সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো (intimate video) সোশ্যাল মিডিয়াতে আপলোড করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল (Blackmails) করছিল। পাঁচ লক্ষ টাকা চাইছিল। এই অভিযোগে মুম্বইয়ের (Mumbai) আন্ধেরি (Andheri) থেকে ২৮ বছরের এক যুবককে গ্রেফতার করল মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Police Crime Branch) অ্যান্টি এক্সটোরশন সেল (Anti Extortion Cell)। ধৃতের নাম আরবাজ ইউকানি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে অভিযুক্ত যুবক আচমকা ফোন করে বিকমের ওই ছাত্রকে বলে প্রেমিকার সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো আরবাজের কাছে আছে। এমনকী উলঙ্গ অবস্থায় থাকা দুজনের ভিডিয়ো ওই ছাত্রকে পাঠিয়েও দেয়। যা দেখে হতবাক হয়ে যায় ওই ছাত্র। কীভাবে এই ভিডিয়ো তার কাছে গেল তা আরবাজের কাছে জানতে চায় সে। এর উত্তর দেওয়ার বদলে আরবাজ তাকে হুমকি দেয় পাঁচ লক্ষ টাকা দিলে ভিডিয়োটি সে ডিলিট করে দেবে। আর টাকা না দিলে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে।
এরপর থেকে ওই ছাত্রকে বারবার ফোন করে ভয় দেখাতে থাকে আরবাজ। বাধ্য হয়ে দক্ষিণ মুম্বইয়ের অ্যান্টি এক্সটোরশন সেলের অফিসে অভিযোগ জানায় ওই ছাত্র। তার ভিত্তিতেই অভিযুক্ত আরবাজকে তার আন্ধেরির বাড়ি থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। পরে এসপ্লানেড আদালতে তোলা হলে তাকে বুধবার পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। বর্তমানে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরবাজের এক সঙ্গী জাহেদকে খুঁজছে পুলিশ। তদন্তে জানা গেছে আরবাজ ও জাহেদ তাদের এক বন্ধুর মাধ্যমে বিকমের ওই ছাত্রের সঙ্গে পরিচিত হয়েছিল।