থানে, ২৪ জুলাইঃ ট্রেনের ধাক্কায় কাটা পড়ল নার্সের একটি হাত এবং একটি পা। মহারাষ্ট্রের থানে (Thane) জেলার আসানগাঁওয়ে চলন্ত ট্রেনের মুখে পড়ে যান ওই প্রৌঢ় নার্স। দুর্ঘটনায় বছর ৫৩-র নার্স নিজের একটি হাত এবং পা খুইয়েছেন। ট্রেন ধরার তাড়ায় ছুটে রেললাইন পারাপার করার সময়েই একটি মালগাড়ির (Goods Train) সঙ্গে ধাক্কা লাগে তাঁর।
আরও পড়ুনঃ চলন্ত বাসের সামনে ঝাঁপিয়ে আত্মঘাতী বঙ্গের প্রৌঢ়
ঘটনা প্রসঙ্গে এক রেলওয়ে আধিকারিক সূত্রে খবর, মুম্বইয়ের সিওনে একটি হাসপাতালে কর্মরত রয়েছে ওই মহিলা নার্স। নাম বিদ্যা বাহারিকর (৫৩)। দুর্ঘটনার দিন ট্রেন ধরার তাড়ায় ছিলেন আহত মহিলা। রেললাইন পার করে ছুটে এসে ট্রেন ধরতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই চেষ্টা বিফলে গেল। তাঁর আগেই মালগাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন বিদ্যাদেবী।
স্থানীয়রা তড়িঘড়ি মহিলাকে নিয়ে নিকটবর্তী হাসপাতাল পৌঁছান। বরাত জোরে প্রাণ বেঁচে গিয়েছেন তিনি। কিন্তু দুর্ঘটনায় নিজের একটি হাত এবং একটি পা চিরদিনের মত হারিয়েছেন তিনি।