Crime (Photo Credits: IANS)

মুম্বই, ২৫ জানুয়ারি: অনলাইনে খাবার অর্ডার করে ৯৯ হাজার ৫২০ টাকা খোয়ালেন প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১৯ তারিখে। মহারাষ্ট্রের খাড়ের বাসিন্দা বছর ৭৪ এর এনডি নন্দ। তিনি তিনটি থালির অর্ডার দিয়েছিলেন বিজ্ঞাপন দেখে। তাতে বলা ছিল ১০ টাকা আগাম পেমেন্ট করে দিতে হবে। খাবার ডেলিভারি নেওয়ার সময় ৯০ টাকা নগদ পেমেন্ট করতে পারবেন। যাইহোক ওই ১০ টাকা আনলাইনে পেমেন্ট করতে গিয়ে বার দুয়েক ব্যর্থ হয়েছেন এনডি নন্দ। আর সেই সঙ্গে তাঁর অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়েছে ৪৯ হাজার ৭৬০ টাকা। আরও পড়ুন-Lionel Messi Gifted Signed Shirt By Pope Francis: ভ্যাটিকান সিটির উপহার, পোপ ফ্রান্সিসের স্বাক্ষর করা জার্সি পেলেন মেসি

পুলিশ জানিয়েছে, ফেসবুকে স্ক্রল করে আচমকাই বিজ্ঞাপনচি দেখেছিলেন তিনি। লেখা ছিল ১০০ টাকার থালির সঙ্গে দুটি থালি ফ্রি। বিজ্ঞাপনের সঙ্গে ফোন নম্বর থাকায় তিনি তৎক্ষণাৎ যোগাযোগ করে থালি বুক করেন। দীপক নামের কেউ একজন ফোনে তাঁর সঙ্গে কথা বলে গোটা প্রক্রিয়া বুঝিয়ে দেন। আর ক্রেডিট কার্ড থেকে ১০ টাকা পে করতে বলেন। তারপরেই যত বিপত্তি। টাকা তো ব্যাঙ্ক থেকে উধাও। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই প্রতারকে বিরুদ্ধে খাড় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।