Arrested Accused (Photo Credits: ANI)

মুম্বই, ২ ফেব্রুয়ারিঃ মুম্বইয়ে (Mumbai) এক ডেলিভরি বয়কে পিটিয়ে খুন। চরম নৃশংসতার পরিচয় দিয়েছেন নয়জন ব্যক্তি। ডেলিভরি বয়কে পিটিয়ে খুন করার অভিযোগ বৃহস্পতিবার ৯ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে মিরা রোড পুলিশ (Mumbai Mira Road Police)।

আরও পড়ুনঃ গুগল ম্যাপে রাস্তা খুঁজতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

বৃহস্পতিবার মুম্বইয়ের মিরা রোড পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে ওই নয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ওই নয় জনের মধ্যে মূল অভিযুক্ত হলেন আয়ুশ সিং। মৃত ডেলিভরি বয়েয়ের নাম অঙ্কুশ। ডেলিভরি বয় অঙ্কুশকে খুনের অভিযোগে মুখ্য অভিযুক্ত আয়ুশ সহ নয় জনকে গ্রেফতার করেছে মিরা রোড থানার ক্রাইম ব্রাঞ্চ।

আরও পড়ুনঃ ১৪ বছরের ছাত্রীকে ধর্ষণ স্কুল অধ্যক্ষের, পলাতক অভিযুক্ত

কী কারণে ওই ডেলিভরি বয়ের এমন নির্মম পরিণতি হল। কেন তাঁকে এভাবে পিটিয়ে খুন হতে হল তা খতিয়ে দেখছে মুম্বই মিরা রোড থানার পুলিশ।