Hanging Rope, Suicide (Representational Image) (Photo Credit: X)

মুম্বই, ১৮ নভেম্বরঃ বাচ্চা থেকে বুড়ো সকলের হাতেই এখন পৌঁছে গিয়েছে স্মার্টফোন। আর তাতে ভোরে ভোরে রয়েছে ইন্টারনেট পরিষেবা। মোবাইলের আসক্তিতে ভুগছে গোটা বিশ্ববাসী। কেউ সময় কাটাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কেউ করছে ব্লভগিং, কেউ বা রিল তো আবার কেউ অনলাইন গেম। স্মার্টফোনেই ব্যস্ত রয়েছে সকলে। তরুনদের মধ্যে অনলাইন গেমের এক আলাদা উন্মাদনা রয়েছে। মুম্বই (Mumbai) মালাদের মালওয়ানিতে এক ১৬ বছরের তরুন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কারণ হিসাবে জানা যাচ্ছে, অনলাইন গেম খেলা থেকে বাবা বাধা দেওয়ার কারণে আত্মহত্যার চরম সিদ্ধান্ত নিয়েছে নাবালক ছেলে।

মৃতের বাবা পুলিশকে জানিয়েছেন, অনলাইন গেমে আসক্ত ছিল তাঁর ছেলে। কোন কিছুর পরোয়া না করে মাঝ রাত অবধি গেম খেলে যেত সে। বৃহস্পতিবার রাতে ছেলের ঘরে গিয়ে তাঁর কাছ থেকে মোবাইলটি কেড়ে নেন তিনি। পালটা ছেলে হুমকি দিয়েছিল, গেম খেলতে না দিলে পরিণতি খারাপ হবে।

পরের দিন সকালে ঘুম থেকে উঠে ছেলের ঘরে গিয়ে তিনি দেখেন, গলায় ফাঁস লাগিয়ে ঘরের সিলিং থেকে ঝুলছে ছেলে। তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন, সে আর বেছে নেই।