Mithun Chakraborty  : কেমন আছেন মিঠুন চক্রবর্তী? খোলসা করলেন ছেলে
ছবি ট্যুইটার

মুম্বই, ২৭ এপ্রিল: মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) কি করোনায় (Corona) আক্রান্ত? সম্প্রতি এমনই একটি খবর হু হু করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। যে খবর প্রকাশ্যে আসতেই মিঠুনের ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাবার অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন মিমো চক্রবর্তী (Mimoh Chakraborty)। মিঠুন পুত্র জানান, তাঁর বাবা ভাল আছেন। পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করছেন তাঁর বাবা। ঈশ্বরের কৃপায় এবং অনুরাগীদের আকণ্ঠ ভালবাসায় তাঁর বাবা একেবারে সুস্থ, সবল রয়েছেন বলে জানান মিমো। শুধু তাই নয়, তাঁর বাবা সব সময় পজিটিভ মনের মানুষ। সবকিছুর ভাল দিক নিয়ে চিন্তা করেন। তাই তাঁর বাবার বিষয়ে যাতে সবাই নিশ্চিন্ত থাকেন, সে বিষয়েও আশা প্রকাশ করেন মিমো।

করোনা মহামারীর (pandemic) সঙ্গে লড়াই করতে, তাঁরা প্রত্যেকে সুরক্ষা নিয়ে চলছেন। প্রত্যেকে যাতে সুস্থ থাকেন, সে বিষয়েও সতর্ক রয়েছেন বলে জানান মিমো চক্রবর্তী।