মুম্বই, ৪ ডিসেম্বরঃ বেড়েই চলেছে হামের প্রকোপ। মহারাষ্ট্রে নতুন করে হামের কবলে আরও ১৫। শনিবার মুম্বই পুরসভা (BMC) থেকে প্রাপ্ত সর্বসেশ তথ্য অনুযায়ী, এদিন নতুন করে আরও ১৫ জনের শরীরে হামের সংক্রমণ ঘটেছে। তবে মৃত্যু হার নতুন করে বাড়েনি। মহারাষ্ট্রে এখনও অবধি মত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ৩৮৬। মৃত্যু সংখ্যা ৮ রয়েছে।
হাম আক্রান্ত হয়ে শনিবার ৩০ জন শিশুকে ভর্তি করান হয়েছে হাসপাতালে। সুস্থ হয়ে একই সংখ্যায় হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছে এদিন। শহরে হামের দাপট ব্যপক হারে বৃদ্ধির কারণে টিকাদানে আরও জোর দিচ্ছে মুম্বই পুরসভা। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Brihanmumbai Municipal Corporation) তথ্য অনুযায়ী, নতুন করে টিকাদানের অভিযানে ছয় থেকে নয় মাস বয়সী ৫৫ জন শিশু এবং নয় মাস থেকে পাঁচ বছরের ৩,০৬৪ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।