১৯৯৮ থেকে র পার্লামেন্টে চালু হয়েছিল দিওয়ালি সেলিব্রেশন। চলতি বছরে সেই রীতিতে ইতি টানার ইঙ্গিত দিয়েছে বিরোধী শিবির কনজারভেটিভ পার্টি। তবে অন্যবারের তুলনায় কার্যত ছোটভাবেই ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে এই অনুষ্ঠান পালন করেন লিবারেল পার্টির এক সাংসদ। এমনকী কানাডার বিভিন্ন এলাকাতে সরকারের পক্ষ থেকেও দিওয়ালি পালন নিয়ে উদাসীনতা দেখা যায়। যা নিয়ে বেশ অসস্তুষ্ট সেদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকরা। এবার এই নিয়ে ক্ষোভপ্রকাশ করল খোদ ভারত সরকার। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (MEA Spokesperson Randhir Jaiswal) এই ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন।
তিনি বলেন, আমরা দিওয়ালি সংক্রান্ত বেশ কয়েকটি রিপোর্ট দেখেছি। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কানাডার বর্তমান পরিবেশ অসহিষ্ণুতা ও চরমপন্থার উচ্চপর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে কানাডা সরকারের পক্ষ থেকে ভারতীয়দের জন্য ভিসার সংখ্যা কমানো নিয়ে বলেন, কানাডার কর্মরত ব্যক্তি ও ছাত্রছাত্রীদের সুরক্ষার ওপর নজর রেখেছি। এই বিষয়ে আমদের মধ্যে আলোচনা চলছে।
#WATCH | On the reports of a cancelled Diwali celebration at Canada's Parliament Hill, MEA Spokesperson Randhir Jaiswal says, "We have seen some reports in this regard. It is unfortunate that the prevailing atmosphere in Canada has reached high levels of intolerance and… pic.twitter.com/M6BfdamqXM
— ANI (@ANI) November 2, 2024