মালি: পশ্চিম আফ্রিকার মালিতে (Mali) একটি যাত্রীবোঝাই বাসে ভয়াবহ বিস্ফোরণের (Blast) ফলে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। জখম হয়েছেন আরও ৫৩ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
আফ্রিকার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালির মধ্যপ্রান্তে অবস্থিত মোপতি (Mopti) এলাকার বান্দিয়াগারা (Bandiagara) ও গুউনডাকা (Goundaka) এলাকার মাঝামাঝি এলাকায়। যাত্রীবোঝাই বাসটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তায় থাকা বিস্ফোরকে ধাক্কা খায়। এর ফলে নিমেষে বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিক। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে বাসটিতে। খবর পেয়ে উদ্ধারকারী দলের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আরও ৫৩ জনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে খবর, মালির ওই এলাকাটি এমনিতেই জঙ্গি সংগঠনগুলির ঘাঁটি বলে পরিচিত। মাঝে মধ্যে হটবেট বলে পরিচিত বিস্ফোরক পরে থাকতে দেখা যায় রাস্তার ধারে। ফলে এই ধরনের ঘটনা ঘটেই থাকে। জঙ্গিদের বাড়বাড়ন্তের জেরে ওই এলাকার বহু মানুষের মৃত্যু হয়েছে। বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন আরও কয়েক হাজার। এই বছরের অগাস্ট মাস পর্যন্ত মাইন ও আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৭২ জনের। এদের মধ্যে বেশিরভাগই ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর সদস্য।
A bus blast in Mali has killed at least 11 people and injured dozens more, according to a hospital source. The bus hit an explosive device in the Mopti area, known as a hotbed for jihadist violence: AFP
— ANI (@ANI) October 14, 2022