সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত যখন মুষলধারে বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গা এখনও জলমগ্ন, এরপরেও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মঙ্গলবার দিনভর বৃষ্টি চলবে। ফলে শহর শহর কলকাতার একাধিক জায়গা থেকে বানভাসি পরিস্থিতির ছবি উঠে আসতে শুরু করেছে।এরই মধ্যে জলমগ্ন কলকাতায় রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ (Bharat Sevashram Sangh)। একটানা ভারী বর্ষণে ও ভরা কোটালের জেরে গঙ্গার জলস্তর বেড়েছে। এর ফলে গোটা কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত কার্যত জলমগ্ন। বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ও জলমগ্ন হয়েছে। রান্নাঘর থেকে শুরু করে আশ্রম প্রাঙ্গণ পর্যন্ত সর্বত্র জল থইথই অবস্থা। তবুও থেমে নেই মানবসেবার কাজ। জলমগ্ন এলাকায় প্রায় হাঁটু সমান জল ঠেলে সেখানে পৌঁছে গেছেন দুর্গতদের মধ্যেই জলের মাঝে দাঁড়িয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই বড় হাঁড়িতে খিচুড়ি রান্না শুরু করেন সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকেরা।
সকাল থেকে ট্রলি ভ্যানে করে সেই খিচুড়ি নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন কলকাতার বিভিন্ন জলমগ্ন এলাকায়। আটকে পড়া ও দুর্গত মানুষদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণের জন্যে ওই রান্না খাবার। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ ত্রাণের কাজ সশরীরে উপস্থিত থেকে পরিচালনা করছেন। তিনি বলেন, কোটালের কারণেই জল দ্রুত নামছে না। তিনি আরও বলেন, পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয়, ততদিন দুর্গত মানুষদের জন্য স্বামিজীদের দ্বারা পরিচালিত সেবাকার্য অব্যাহত থাকবে ওই ঘোষণা করা হয়েছে ।
ভারত সেবাশ্রম সংঘের তরফে কী জানালেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ
Kolkata, West Bengal: Maharaj Bistamanand of Bharat Sevashram Sangh, says, "The entire area is flooded and even the shelter is filled with water... Despite the challenges, we are committed to providing assistance. The kitchen was submerged, so we moved it to another place and… pic.twitter.com/ttSaQcuCS3
— IANS (@ians_india) September 23, 2025
শহর জুড়ে ঘোরতর দুর্দিনে ভারত সেবাশ্রম সঙ্ঘের ওই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ।