কানপুর, ৩ ডিসেম্বরঃ শীত পড়তেই খাবারের সন্ধানে বিশ্বের নানা প্রান্ত থেকে পরিযায়ী পাখি এসে ভিড় করে পশ্চিমবঙ্গ সহ ভারতের নানা প্রান্তের জলাভূমিতে। নভেম্বরের শেষ থেকেই বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির দর্শন মেলে ভারতে। শীতের সময়টা তাঁরা দেশের নানা প্রান্তের জলাভূমির ধারে কাটিয়ে শীত শেষে আবার নিজের দেশে পাড়ি দেয়। এবার সেই পরিযায়ী পাখি শিকারের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশ কানপুরের গঙ্গার চড় থেকে নাগাড়ে পরিযায়ী পাখি শিকার এবং হত্যা করার (Killing Migratory Birds in UP) অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আরও দুই নাবালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
জানা যাচ্ছে, দশেরও বেশি প্রজাতির পরিযায়ী পাখি কানপুরের শহরতলিতে এসে ভিড় করেছে। বিশেষ করে গঙ্গা নদীর তীরে। সেখান থেকেই চলছে এই সমস্ত পরিযায়ী পাখির শিকার। সেই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় উঠে আসতেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদশ পুলিশ। বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে পরিযায়ী পাখি শিকারের অভিযোগে চার যুবকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। তাঁদের মধ্যে গ্রেফতার হয়েছেন দুই যুবককে। বাকি দুজন নাবালক। তাঁদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
দেখুন ভিডিয়ো...
Migratory birds, particularly the Siberian ones, are being hunted and killed large-scale in the vicinity of the Ganga river beds.
The avian influx has been on a higher side this year.
Two persons are arrested after this video caused a furore. pic.twitter.com/qw0SEJlBBe
— Haidar Naqvi🇮🇳 (@haidarpur) December 2, 2023
এক পুলিশ আধিকারিক সূত্রে খবর, শুক্রবার সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিয়ো থেকে ওই চার অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। যেখানে ওই যুবকদের পরিযায়ী পাখি, বিশেষ করে সাইবেরিয়ান পাখি শিকার করতে দেখা গিয়েছে।