ফের যোগীরাজ্যে দুষ্কৃতী তাণ্ডব। দিনেদুপুরে প্রকাশ্যে সাংবাদিককে লক্ষ্য করে চলল এলোপাথারি গুলি। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সীতাপুরে। মৃত সাংবাদিকের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। তিনি একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। জানা যাচ্ছে, এদিন দুপুরে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একদল দুষ্কৃতী পেছন থেকে থেকে তাঁর ওপর হামলা চালায়। গুলির ঘায়ে মৃত্যু হয় তাঁর। স্থানীয় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি।
কাজ সেরে বাড়ি ফেরার পথে সাংবাদিকের ওপর দুষ্কৃতী হামলা
পুলিশসূত্রে খবর, এদিন ৩টে ১৫ নাগাদ থানায় খবর আসে যে ন্যাশনাল হাইওয়ে ৩০-এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁরাই বছর ৩৫-এর রাঘবেন্দ্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। জানা যাচ্ছে, রাঘবেন্দ্রর বুকে ও ঘাড়ে দুটি গুলি লেগেছে। এদিন দুপুরে কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন, তখনই তাঁর ওপর দুষ্কৃতী হামলা হয়।
দেখুন পুলিশের বক্তব্য
#WATCH | Sitapur, UP: On the murder of a journalist, ASP (South) Sitapur, Praveen Ranjan Singh says, "Around 3.15 pm, we received information about the murder of an RTI activist and journalist, Raghvendra Bajpai on the National Highway...Police reached the spot...Four teams are… pic.twitter.com/lWfQaL1Mvy
— ANI (@ANI) March 8, 2025
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
পরিবারের দাবি, গত ১০ দিন আগে তাঁর কাছে হুমকি ফোন এসেছিল। তবে তিনি সেই হুমকিতে ভ্রুক্ষেপ না করে কাজ চালিয়ে যাচ্ছিলেন। তারপরেই এই হামলা করা হয়। সীতাপুর পুলিশের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। যদিও কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও পরিস্কার নয়।